![কাউখালীতে রিক্সার চাকায় পৃষ্ট হয়ে স্কুল ছাত্রী আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/05/accident_abnews_113789.jpg)
কাউখালী, ০৫ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে ইয়াসমিন (৭) নামে এক স্কুল ছাত্রী ব্যাটারি চালিত রিক্সার চাকায় পৃষ্ট হয়ে গুরুত্বর জখম হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হলে বাসায় ফেরার পথে শহরের হাসপাতাল সড়কে সে এ দুর্ঘটনার স্বীকার হয়।
তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে কাউখালী হাসপাতালে নেয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডেকেলে ভর্তি করা হয়েছে। আহাত স্কুল ছাত্রী ইয়াসমিন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং উপজেলার চিরাপাড়া গ্রামের মোঃ সোলেমানের মেয়ে হাসপাতাল সুত্রে জানা গাছে।
স্থানীয়রা রিক্সা চলককে আটক করেছে। মডেল স্কুলের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, রিক্সা চালকের বেপরোয়া গতিতে রিক্সা চালানোর জন্যই এ দুর্ঘটার কারণ।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি