বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দিনাজপুরে জনপ্রীয় ঔপন্যাসিক লায়লা চৌধুরীকে সম্মাননা প্রদান

দিনাজপুরে জনপ্রীয় ঔপন্যাসিক লায়লা চৌধুরীকে সম্মাননা প্রদান

দিনাজপুরে জনপ্রীয় ঔপন্যাসিক লায়লা চৌধুরীকে সম্মাননা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর), ০৫ ডিসেম্বর, এবিনিউজ : রংপুর বিভাগীয় লেখক পরিষদ রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন-২০১৭ তে দিনাজপুরের বিশিষ্ট রেখিকা ও জনপ্রীয় ঔপন্যাসিক লায়লা চৌধুরীকে সম্মানা প্রদান করেছে। সম্মননা প্রদান অনুষ্ঠানে দেশবরেন্য কিংবদন্তি শিশু সাহিত্যিক ও প্রবীন সাংবাদিক রফিকুল হক দাদুভাই এই সম্মানা তার হাতে তুলে দেন। এসময় বেগম রোকেয়া শিশু কেন্দ্র পায়রাবন রংপুরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, বিশিষ্ট সাহিত্যিক ও ইতিহাস গবেষক মতিউর রহমান বসনীয়া, বিশিষ্ট সংগঠক মুক্তিযোদ্ধা আকবর হোসেন, অঞ্জলিকা পত্রিকার সম্পাদক দিলরুবা শাহাদাৎ, বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহাবুবুল ইসলাম ও কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম কনক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় লেখক পরিষদ রংপুরের ড. এআইএম মুসা। উল্লেখ্য জনপ্রীয় ঔপন্যাসিক লায়লা চৌধুরী দিনাজপুর জেলার দক্ষিন বালুবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবা বাদশা মিয়া এবং মাতা আয়শা বেগমের জেষ্ঠ কন্যা। তিনি ২ কন্যার জননী। বিকেলে ভোরের ফুল নামের প্রথম উপন্যাস প্রকাশিত হয়। এটি সহ তার উপন্যাসগুলো ব্যাপক জনপ্রীয়তা পায়। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে তুমি সন্ধ্যারও মেঘমেলা, প্রেম কেন কাঁদায়, শুধু তোমাকে চাই, মাধবী তোমার জন্য, ভালোবাসা না পরকিয়া, ভূলে যাওয়া ফাগুন, নীল খামে লেখা, ভালোবাসা কারে কয়, কাঁদালে তুমি মরে, দীপ নিকেতন, সোনার খাঁচা ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় বহু ছোট গল্প প্রকাশ পেয়েছে।

এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত