![জলঢাকায় কারামুক্ত বিএনপি শো-ডাউনে পুলিশের বাঁধা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/05/abnews-24.bbbbbbbbbbbbb_113819.jpg)
জলঢাকা (নীলফামারী), ০৫ ডিসেম্বর, এবিনিউজ : সদ্য কারামুক্ত রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু’র শো-ডাউনে বাধা দিয়েছে জলঢাকা থানা পুলিশ। পুলিশের বাধার কারনে জলঢাকায় প্রবেশ করতে পারেনি তাকে বহনকারী গাড়ীর বহর। জানা যায়, কারামুক্ত বিএনপি নেতা সামসুজ্জামান সামু তার নিজ গ্রাম পৌর শহরের কয়লাপাড়া গ্রামের উদ্দেশ্যে সোমবার বিকেলে রংপুর থেকে যাত্রা করে। তাকে বরণ করতে জলঢাকা থেকে বিএনপি ও যুবদল একাংশের নেতাকর্মীরা গেলে জলঢাকা-রংপুর মহাসড়কের বিন্যাকুড়ী এলাকায় জলঢাকা থানাপুলিশের একটি দল অবস্থান করে এবং তাদের জলঢাকা প্রবেশ করতে বাধা দেয়।
এতে নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিএনপি নেতাকর্মীরা পরে মটরসাইকেল ঘুরিয়ে অন্য পথে তার গ্রামের বাড়ী যায়। এসময় সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে তারা। সভায় বিএনপি ও যুবদলের একাংশের নেতাকর্মীর মধ্যে বক্তব্য রাখেন-তালিমুল ইসলাম লেলিন, আ. সাত্তার, আবুল কালাম বাশার মিন্টু, রোকনুজ্জামান চৌধুরী, হারুন অর রশিদ জোয়াদ্দার, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, সাজু, মিল্টন। এ বিষয়ে বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন, বাবার কবর জিয়ারত করতে আমিসহ আমার দলীয় নেতাকর্মীরা জলঢাকায় যাচ্ছিলাম। পথিমধ্যে পুলিশ বাধা দেয় যা আমাদের কাম্য ছিল না। তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আমি আমার গ্রামের বাড়ী যেতে পারব না এটা কেমন কথা। জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, পূর্বে থেকে আমাদের কাছে তার আসার ব্যাপারে ও শো ডাউনের বিষয় কোন তথ্য দেয়নি তারা।
এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/তোহা