
বরগুনা ০৫ ডিসেম্বর, এবিনিউজ : বরগুনার তালতলীতে জাটকা ইলিশ মাছ শিকারের অপরাধে ১৬ জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার ১ টার দিকে তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ ভ্রাম্যমাণ আদালতে জেলেদের উপস্থিতিতে এ আদেশ দেন। জেলেদের কাছ ২০ মণ ইলিশ আটক করার মধ্যে বড় ইলিশ ছিলো ১৫ মণ ও জাটকা ছিলো ৫ মণ। পরে জব্দ করা ১৫ মণ জেলেদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং জাটকা ৫মণ ইলিশ দুস্থদের মাঝে ও এতিমখানায় বিতরণ করা হয়।
তালতলীর কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে উপজেলার হাসার চর এলাকায় এফবি হোসেন নামের একটি ট্রলার থেকে ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় প্রায় ২০ মণ জাটকা ইলিশ জব্দ করে তালতলী নিয়ে আসা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়। উপজেলা মৎর্স কর্মকর্তা মোঃ শামিন রেজা জানান ৫মণ জাটকা ইলিশ দুস্থদের মাঝে ও এতিমখানায় বিতরণ করা হয় এবং বাকি গুলো জেলেদের ফিরিয়ে দেওয়া হয়।
এবিএন/খাইরুল ইসলাম আকাশ/জসিম/তোহা