সাভার, ০৬ ডিসেম্বর, এবিনিউজ : সাভারে পারিবারিক কলহের জের ধরে নিজের অন্ত:সত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী হোসেন আলী (৩০) কে আটক করেছে।
মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সোলায়মান মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম কল্পনা আক্তার (২২)।
সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের বাছেদ মিয়ার মেয়ে। গত এক বছর আগে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে হোসেন আলীর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
স্থানীয়রা জানায়, দিনমজুর হোসেন আলী বিকেলে তার পাঁচ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী কল্পনা আক্তারকে নিয়ে শুয়ে ছিলেন। এক পর্যায়ে স্বামী হোসেন আলী (৩০) ঘুমন্ত স্ত্রীকে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় বিষয়টি পরিবারের লোকেরা বুঝতে পেয়ে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোসেন আলীকে আটক করে এবং নিহত কল্পনা আক্তারের মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।
ঘাতক স্বামী হোসেন আলী অভিযোগ করে, কল্পনা আক্তারের সাথে তার বড় ভাই কাসেম মিয়ার পরকীয়ার সম্পর্ক রয়েছে।
যৌতুকের দাবিতে তার মেয়েকে নির্যাতনের পর গলা কেটে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের মা মাহমুদা বেগম। তবে পরকীয়ার কারণে স্ত্রীকে হত্যা করেছেন বলে দাবি করেছেন ঘাতক স্বামী হোসেন আলী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বলেন, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরেই ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে বলে স্বীকার করেছে স্বামী হোসেন আলী। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর