শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আজ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস

আজ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস

হবিগঞ্জ, ০৬ ডিসেম্বর, এবিনিউজ : ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত হয়। পাকিস্তানী হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। হবিগঞ্জের তৎকালীন ৮ টি থানার প্রতিটি এলাকায় হানাদার বাহিনীর ঘাটি মুক্তিযোদ্ধাদের দখলে চলে যায়। তৎকালীন হবিগঞ্জ মহকুমার ৮ থানায় একই সাথে পতাকা উত্তোলিত হয়।

১৯৭১ সালের শফিউল্লাহর নেতৃত্বে হবিগঞ্জের সীমান্ত এলাকার দুর্গম অঞ্চলগুলোতে পাকিস্তানিদের সাথে তুমুল যুদ্ধ হয়। ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী জেলা শহরের কাছাকাছি এসে পৌছলে তিন দিক থেকে আক্রমন করা হয়। ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোর রাতে পাকসেনা সহ রাজাকাররা আত্মসমর্পন করে।

৯ মাসের মুক্তিযুদ্ধে এই জেলার ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। যুদ্ধে আহত হন ৩৭ জন মুক্তিযোদ্ধা। এছাড়া নিরীহ অসংখ্য নর-নারী ও মুক্তিযোদ্ধা হানাদারদের নির্মম নিষ্টুররতার শিকারে শহীদ হন। এসব শহীদদের জন্য তেলিয়াপাড়া, ফয়জাবাদ, কৃষ্ণপুর, নলুয়া চা বাগান, বদলপুর, মাকালকান্দিতে বধ্যভূমি নির্মিত হয়।

এবিএন/মো: নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত