![বন্দরে হোসিয়ারী শ্রমিক নয়নের রহস্য জনক মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/06/attohotta@abnews (2)_113913.jpg)
বন্দর, ০৬ ডিসেম্বর, এবিনিউজ : বন্দরে সেলিম (১৮) নামে এক গাড়ীর হেলপার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার বিকেল সোয়া ৫টায় বন্দর থানার মালিবাগস্থ আব্দুল বারেক মিয়ার ভাড়াটিয়া ঘরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনার সংবাদ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে আতœহত্যাকারী হেলপারের মা সেলিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩০/১৭ তাং- ৪-১২-১৭ইং। আত্মহত্যাকারি হেলপার সেলিম কুমিল্লা জেলার মেঘনা থানার জয়নগর এলাকার মফিজুল ইসলাম মিয়ার ছেলে। কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হারুন জানান, এলাকাবাসীর কাছ থেকে আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস ঘটনাস্থল পরিদর্শন আসি। এবং লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করি। আত্মহত্যার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এবিএন/মো. নাসির উদ্দিন/জসিম/নির্ঝর