শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বন্দরে ছিনতাইয়ের সময় জনতা কর্তৃক নৌ ছিনতাইকারিকে আটক

বন্দরে ছিনতাইয়ের সময় জনতা কর্তৃক নৌ ছিনতাইকারিকে আটক

বন্দরে ছিনতাইয়ের সময় জনতা কর্তৃক নৌ ছিনতাইকারিকে আটক

বন্দর, ০৬ ডিসেম্বর, এবিনিউজ : বন্দরে সুকানিকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে ইসলাম (৩৬) নামে এক নৌ ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। গতকাল মঙ্গলবার ভোরে বন্দর উপজেলার চরঘারমোড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ওই ছিনতাইকারিকে আটক করে পুলিশের হাতে তোলে দেয় জনতা। আটককৃত নৌ ছিনতাইকারি ইসলাম বন্দর থানার চরধলেরশ্বরী এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে। এ ব্যাপারে সুকানি বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১(১২)১৭।

প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার ফকিরদিয়া এলাকার মন্ডল মিয়ার ছেলে সাগর মিয়া আক্তারুজ্জামান বলহেড এর সুকানী ও তার চাচা সানাউল্লাহ আনসারি গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এম,এল সাহেবের ঘাটে সিমেন্ট খালাশ করে গতকাল মঙ্গলবার ভোর ৪টায় বলহেড নিয়ে বি-বাড়ীয়া জেলার উদ্দেশ্যে রওনা হয়। নদীতে ঘন কুয়াশার কারনে সকাল ৭টায় বন্দর থানাধীন চরধলেশ্বরীস্থ শীতলক্ষা নদীর পাড়ে বলহেড রেখে কুয়াশার কাটার জন্য অপেক্ষা করতে থাকে। ওই সুযোগে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের চরধলেরশ্বরী এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে নৌ-ছিনতাইকারি ইসলাম ও একই এলাকার মৃত হবি মিয়ার ছেলে ইরান দেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বলহেডে উঠে সুকানিসহ সবাইকে ভয় দেখিয়ে তাদের সাথে থাকা নগদ ৫ হাজার টাকা, ১টি আইফোন, লস্কর সবুজের সাথে থাকা ১টি টিনমো মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় স্থানীয় জনতা ধাওয়া করে ইসলাম নামে এক ছিনতাইকারিকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে গেছে অপর ছিনতাইকারি ইরান। পুলিশ আটককৃত ছিনতাইকারিকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এবিএন/মো. নাসির উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত