![বন্দরে ইয়াবা ব্যবসায়ী মাহবুব গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/06/yaba-atok@abnews_113918.jpg)
বন্দর, ০৬ ডিসেম্বর, এবিনিউজ : বন্দর থানা পুলিশ মাহবুব হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার ফরাজিকান্দা বাস কাউন্টারের সাামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় পুলিশ মাদক ব্যবসায়ী মাহবুবের দেহ তল্লাশী করে ২১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত মাহবুব বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ পিএম রোড এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/মো. নাসির উদ্দিন/জসিম/নির্ঝর