শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় পরিবহন শ্রমিককে মারপিট: হেলপারের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন

পাইকগাছায় পরিবহন শ্রমিককে মারপিট: হেলপারের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন

পাইকগাছায় পরিবহন শ্রমিককে মারপিট: হেলপারের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন

পাইকগাছা (খুলনা) , ০৬ ডিসেম্বর, এবিনিউজ : খুলনার পাইকগাছায় স্থানীয় শ্রমিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকাগামী ঈগল পরিবহনের হেলপার সুমনের হাতের দু’টি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত সুমন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঈগল পরিবহনের স্থানীয় ম্যানেজার মিল্টন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের ০২-২৬৮ নং গাড়ীটি মঙ্গলবার দুপুর ১টার দিকে পাইকগাছা পৌর সদরের জিরোপয়েন্টে এসে পৌছালে স্থানীয় কয়েকজন শ্রমিক যাত্রীদের ঠেলে দিয়ে পরিবহনে ওঠানোর চেষ্টা করে। এ সময় পরিবহনের হেলপার শ্রমিকদেরকে মধ্যে যাত্রী নামানোর পর ওঠার কথা বললে তারা পরিবহন শ্রমিকের উপর ক্ষিপ্ত হয় এবং মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে ড্রাইভার গাড়ি কাউন্টারের দিকে চালু করলে হেলপার গাড়িতে উঠে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করলে স্থানীয় শ্রমিকরা তাকে টেনে হিচড়ে নামিয়ে আনার চেষ্টা করে। এ সময় হেলপার সুমনের দুটি আঙ্গুল কেটে গাড়িতে থেকে যায়। পরে স্থানীয় লোকজন আহত সুমনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বাসে ওঠা নিয়ে শ্রমিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে ঈগল পরিবহনের একজন হেলপারের হাতের আঙ্গুল কেটে গেছে বলে শ্রমিকরা থানায় মৌখিক অভিযোগ করেন। তবে কারা এরসঙ্গে জড়িত সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

এবিএন/ তৃপ্তি রঞ্জন সেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত