![কলাপাড়ায় সরকারের সাফল্য অর্জন বিষয়ক প্রেসব্রিফিং](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/06/abnews-24.bbbbbbbbbbbb_113965.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ০৬ ডিসেম্বর, এবিনিউজ : আজ বুধবার বেলা ১১টায় কলাপাড়ায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ দরবার হলে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার মো. জাকির হোসেন। প্রেসব্রিফিংএ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন সম্পর্কিত বিষয় জনগনকে অবহিতকরন ও এতে সম্পৃক্তকরনের লক্ষ্যে বিভিন্ন দিক উপস্থাপিত হয়।
উম্মুক্ত ফোরামে বক্তব্য রাখেন সাংবাদিক অমল মুখার্জী, এসএম মোশারফ হোসেন মিন্টু, হুমায়ুন কবির, এসকে রঞ্জন প্রমুখ, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, ছগির হোসেন। সমাপনি বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. আলাউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলামসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এবিএন/তুষার হালদার/জসিম/তোহা