বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডোমারে হানাদার মুক্ত দিবস পালিত

ডোমারে হানাদার মুক্ত দিবস পালিত

নীলফামারী, ০৭ ডিসেম্বর, এবিনিউজ : আনন্দর‌্যালি, আলোচনাসভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে জেলার ডোমার উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৬ডিসেম্বর শক্রুমুক্ত হয় ডোমার। বুধবার ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কপপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ডোমার উপজেলা শাখা এই সব কর্মসূচীর আয়োজন করে।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরন্নবীর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রিয় নেত্রী সরকার ফারহানা আক্তার সুমি,জেলা পরিষদ সদস্য পলিন,মিজানুর,সাজু,মুক্তিযোদ্ধা সমশের আলী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন,উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জামান চয়ন,সজীব,সুপ্ত, তন্ময়,জয়,নাসিম ও আল-আমিন রহমান এ সময় বক্তব্য রাখেন। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

এবিএন/মো.আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত