শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর, ০৭ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝিঙ্গাহাটি এলাকা থেকে বুধবার দুপুরে ইয়াসিন আলম (৪০) নামে এক মাদক সেবীর ঝুলন্ত লাশ উদ্বার করেছেন কালিয়াকৈর থানা পুলিশ।

নিহত ইয়াসিন আলম কালিয়াকৈর উপজেলার ঝিঙ্গাহাটি এলাকার মৃত ইয়ানুছ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, ইয়াসিন আলম দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন ধরণের মাদক সেবন করতো। অতিরিক্ত মাদক সেবনের কারণে মাঝে মধ্যেই পাগলের মত আচরন করত। পরিবারের পক্ষ থেকে এর আগে তিন বার মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েও তাকে মাদক সেবন থেকে বিরত রাখতে পারেনি বলেও পরিবারের লোকজন জানান।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম জানান, নিহতের লাশ তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত