![গলাচিপায় ইউএনও অফিসে তালা ভেংঙ্গে চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/07/churi@abnews_114064.jpg)
পটুয়াখালী, ০৭ ডিসেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের অফিস সহকারীর কক্ষের তালা ভেঙ্গে প্রায় পৌনে দুই লাখ টাকা চুরি করেছে দুবৃত্তরা। ঘটনাটি সেমাবার গভীর রাতে ঘটেছে বলে অনুমান করা হয়।
সংশ্লিষ্ট ও পুলিশ সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী এএমএম ফারুকুজ্জামান ভবনের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে অফিস কাজ পরিচালনা করেন। সোমাবার বিকেলে যথারীতি অফিসের কাজ সেরে তার কক্ষটি তালা লাগিয়ে চলে যান। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা তার কক্ষটির তালা ভেঙ্গে আলমারিতে রাখা উপজেলা পরিষদের অডিটরিয়াম ও বাসা ভাড়ার বাবদ জমা ১লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। একই সময় ভবনটির দ্বিতীয় তলায় পশ্চিম পাশে প্রাথমিক শিক্ষা অফিসারের অফিস সহকারী নিধির রঞ্জন দাস এর কক্ষ ভেঙ্গে আলমারিতে রাখা প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হিসেবের ২২ হাজাটার টাকা নিয়ে। সূত্রটি আরো জানায়, সোমাবার এ অফিসের নৈশ প্রহরী আ. জলিল ছুটিতে ছিল। এ ব্যাপারে এএমএম ফারুকুজ্জাম বলেন, আমার কক্ষের স্টিলের আলমারিতে রাখা ৬ লাখ ৮৭ হাজার ২১১ টাকা চুরি করে নিয়ে যায়। তবে কোন মূল্যবান ফাইল নষ্ট হয়েছে কিনা এখনই বলতে পারছি না।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. তৌছিফ আহমেদ বলেন, ঘটাটি তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। অফিসের গুরুত্বপূর্ণ কোন নথিপত্র চুরি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, আমরা প্রাথমিক আলামত জব্দ করেছি। অপরাধীকে সনাক্ত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এবিষয়ে ৪৫৭/৩৮০ ধারায় (এপি) অফিস সুপার মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে ঐ দিনেই সন্ধায় একটি মামলা করেন, যার নং ৬/২০১৭ইং।
এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/নির্ঝর