শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাঙামাটিতে জেলা মহিলা লীগের সহ-সভাপতিকে কুপিয়ে আহত

রাঙামাটিতে জেলা মহিলা লীগের সহ-সভাপতিকে কুপিয়ে আহত

রাঙামাটিতে জেলা মহিলা লীগের সহ-সভাপতিকে কুপিয়ে আহত

রাঙামাটি, ০৭ ডিসেম্বর, এবিনিউজ : রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জেলা মহিলা লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাকে বাসায় ঢুকে কুপিয়ে আহত করা হয়েছে। ঝর্ণার স্বামী জিতেন্দ্র লাল চাকমার অভিযোগ, বুধবার গভীর রাতে জুরাছড়ির বিজয়নগর ভালেদি আদাম এলাকার বাসায় ঢুকে তাদের ওপর হামলা চালানো হয়।

রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসক শওকত আকবর বলেন, তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ঝর্ণার স্বামী জিতেন্দ্র লাল বলেন, কিছু অপরিচিত যুবক হঠাৎ ঘরে ঢুকে ঝর্ণাকে কুপিয়ে জখম করে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে আমাদের মারধর করে। হামলার আগে তারা আমাদের বাসার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার বলেন, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য এলাকা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই এসব হামলার ঘটনা ঘটাচ্ছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত