![মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/07/vai@abnews_114133.jpg)
মৌলভীবাজার, ০৭ ডিসেম্বর, এবিনিউজ : মৌলভীবাজারে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/মমিন/জসিম