শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীর দড়িকান্দিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

নরসিংদীর দড়িকান্দিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

নরসিংদীর দড়িকান্দিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

নরসিংদী, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীর রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৫জন। আজ সকাল ৭টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন, ট্রাক ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার সাদ্দাম (৩২) ও ট্রাকের হেলপার একই জেলার সারওয়ার হোসেন(২০)।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে ভৈরব থেকে যাতায়াত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি রায়পুরার দড়িকান্দি নামক স্থানে পৌঁছলে বীপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার মারা যায়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ভৈরব হাইওয়ে পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে দূর্ঘটনাকবলিত গাড়িগুলোকে সড়কের পাশে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসাপাতালে প্রেরণ করা হচ্ছে।

এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত