বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নীলফামারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

নীলফামারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

নীলফামারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

নীলফামারী, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীতে সরকারি কর্মকর্তা স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মামলা দিয়ে হয়রানী ও হত্যার হুমকি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বামী।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরের বড় মসজিদ সড়কে অবস্থিত মিডিয়া হাউজে ঢাকা শিল্পকলা একাডেমীতে কর্মরত কালচারাল কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলাম ইলুর বিরুদ্ধ সংসার না করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন স্বামী নাহিদুজ্জামান ডেভিড।

এসময় ওই দাম্পত্যির সাত বছরের শিশু সন্তান আহনাফ তাহমিদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাহিদুজ্জামান ডেভিট অভিযোগ করে বলেন, আমার সাথে ২০০৫ সালের ২৫ মে পারিবারিক ভাবে বিয়ে হয় রংপুরের ইসলামবাগ হনুমান তলা মহল্লার খন্দকার রফিকুল ইসলামের মেয়ে খন্দকার রেদওয়ানা ইসলাম ইলুর।

দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের আহনাফ তাহমিদ নামের সাত বছর বয়সী এক সন্তান রয়েছে। জন্মের পর থেকেই হৃদ রোগে আক্রান্ত সন্তান তাহমিদ।

ডেভিট অভিযোগ করেন, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে স্ত্রী ইলু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিনে জেলা কালচারাল কর্মকর্তা হিসেবে চাকুরী পেয়ে বর্তমানে ঢাকা শিল্পকলা একাডেমীতে কর্মরত রয়েছে। চাকুরীতে যোগদানের পর থেকেই পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্বামী-সন্তানের সাথে যোগাযোগ বিচ্ছিন করেন।

ডেভিড অভিযোগ করেন, হৃদ রোগে আক্রান্ত সন্তানের উন্নত চিকিৎসার জন্য বাড়িতে জমাকৃত প্রায় পাঁচ লাখ টাকা চাকুরীতে যোগদানের সময় নিয়ে যায় স্ত্রী খন্দকার রেদওয়ানা ইসলাম ইলু।

এবিষয়ে খন্দকার রেদওয়ানা ইসলাম ইলুর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্বামী একজন মাদকাসক্ত। তার অত্যাচার নির্যাতন সহ্য করে চলছি। চাকুরী পেয়ে ছেলের ভরণ পোষনের খরচও বহন করছি।

স্ত্রী ইলুর পাল্টা অভিযোগ গত ১১ দিন থেকে নাহিদুজ্জামান ডেভিড তাকে চাকুরী ছেড়ে দিয়ে ফিরে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি সন্তানকেও হত্যার হুমকী দিয়েছে।

এবিএন/মো.আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত