শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদী, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে রায়পুরার দড়িকান্দি নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক সাদ্দাম (৩২) ও হেলপার একই জেলার সারওয়ার হোসেন (২০)। তাদের বাড়ি চুয়াডাঙ্গায় বলে জানা গেছে।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। বাসটি দড়িকান্দি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হন। গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ভৈরব হাইওয়ে পুলিশের সার্জেন্ট একেএম কাউছার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত