![বরিশালে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/08/barisal_abnews24_114190.jpg)
বরিশাল, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : বরিশালের বানারীপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়েরহাট এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এক নারীর নাম ফাতেমা বেগম (৩০)। অন্যজনের নাম জানা যায়নি। আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই ইজিবাইকের যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি বরিশাল থেকে যাত্রী নিয়ে বানারীপাড়া যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি বানারীপাড়া থেকে বরিশালে যাচ্ছিল। রায়েরহাট এলাকায় পৌঁছালে একটি কুকুর ইজিবাইকের সামনে পড়লে এটির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ