![দৌলতপুর মুক্ত দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/08/kushtia_abnews24 copy_114198.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ০৮ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিনটি পালন করে। আজ শুক্রবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসুচী শুরু হয়।
সকাল ১০টায় ব্যাঙগাড়ী বধ্যভুমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া শহীদ রফিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আলোচনা সভার আয়োজন করে।
বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ইউএনও তৌফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কাওসার আলী, যুদ্ধকালীন কমান্ডার, আব্দুল খালেক, আহসান হাবিব, ডাঃ আব্দুস সোবহান প্রমুখ।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি