বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস

পিরোজপুর, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পিরোজপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে পিরোজপুর মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে স্বাধীনতা চত্ত্ব¡রে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর পিরোজুপরের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ ও পিরোজপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাগিরথী চত্ত্বরে শহীদ স্মৃতিস্থম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে স্বাধীনতা চত্বরে শেষ হয়।

পরে স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভা মুক্ত দিবস উদযাপন পরিষদের আহবায়ক এ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী প্রমুখ। এছাড়া পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে রাতে শহরের আলোর মিছিল ও শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন করা হয়।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত