
কাউখালী (পিরোজপুর), ০৮ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। কাউখালী থানার এএসআই আবুল কালাম আজাদ গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে উপজেলার মেঘপাল গ্রাম থেকে সিআর দুই বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকার জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সাজা প্রাপ্ত মামলার আসামী ইমরানকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরন করেন। জানায় যায়, উপজেলার মেঘপাল গ্রামের নুর মোহাম্মদ দুলালের ছেলে মো. ইমরান।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা