সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে ব্যবস্থা নেবে বিএনপি’

‘প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে ব্যবস্থা নেবে বিএনপি’

‘প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে ব্যবস্থা নেবে বিএনপি’

ঢাকা, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : খালেদা জিয়ার পরিবারের সদস্যদের দেশের বাইরে বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বিএনপি। আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর ‘কল্পিত এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট’ উল্লেখ করে বলেন, ‘খালেদা জিয়া ও তাঁর সন্তানদের ভাবমূর্তি নষ্ট করা থেকে বিরত থাকুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।’

মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিএনপি দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ, যা সৌদি আরবের শপিংমলে বিনিয়োগ করা হয়েছে। কাতারে ইকরা নামে একটি বহুতল ভবন তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিএনপির এ ক্ষেত্রে মালিকানার অর্থ প্রায় ১২ বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় এক লাখ কোটি টাকা, বাংলাদেশের অনেক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পায়নি। তাই গণমাধ্যমকে তিনি শিষ্টাচারবহির্ভূত বলেছেন।’

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত