জামালপুর, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ৮ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে বিকেল ৩টায় মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামিন এতে সভাপতিত্ব করেন। পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-হানাদামুক্তকারী আ: করিম মেম্বার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, মেয়র শফিক জাহেদী রবিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজাউদ্দৌলা, সাবেক উপজেলা কমান্ডার আলহাজ এসএম আ: মান্নান, বর্তমান কমান্ডার আনোয়ার হোসেন, ইসলামপুরের বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জমান, বকশীগঞ্জের এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে।
এবিএন/শাহ জামাল/জসিম/তোহা