বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জামালপুরের ইসলামপুরে পাক হানাদার মুক্ত দিবস পালিত

জামালপুরের ইসলামপুরে পাক হানাদার মুক্ত দিবস পালিত

জামালপুরের ইসলামপুরে পাক হানাদার মুক্ত দিবস পালিত

জামালপুর, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : ইসলামপুরে গতকাল ০৭ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ডিসেম্বর বৃহস্প্রতিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,ইসলামপুর উপজেলা কমান্ডের আয়োজনে বিজয় র‌্যালীটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিস প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে বটতলা চত্তরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ড মোহাম্মদ মিজানুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য মুক্তি যোদ্ধা কন্যা মাহজাবিন খালেদ বেবী। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জামালপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া,ইসলামপুর থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান শাহীন,সাবেক উপজেলা কমান্ডার নুরুজ্জামান নান্নু, মুক্তিযোদ্ধা হিরু বাহাদুর,বীরমুক্তিযোদ্ধা পলবান্ধা ইউপি চেয়ারম্যান সাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন,অধ্যাক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস ও মাজহারুল ইসলাম মুজা প্রমুখ।

আলোচনা সভার সভাপতি ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ড মোহাম্মদ মিজানুর রহমান ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরকে শাহ মোহাম্মদ জালাল চত্বর রাখার প্রস্তাব করেন। এসময় উপস্থিতি জনতা হাত তালি দিয়ে ইসলামপুরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবকে সমর্থন করেন। বিজয় র‌্যালীতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার কর্মরত ন্যাশনাল সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএন/শাহ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত