![অভয়নগর মুক্ত দিবস আগামীকাল: দিনব্যাপী কর্মসূচি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/08/jessore_abnews24_114251.jpg)
অভয়নগর (যশোর), ০৮ ডিসেম্বর, এবিনিউজ : আগামীকাল শনিবার যশোরের অভয়নগর উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্থানি হানাদার বাহিনী যশোর থেকে ৩ ভাগে বিভক্ত হয়ে সাতক্ষীরার চুকনগর, ঢাকা ও অরপর একটি অংশ অভয়নগরের জেজেআই, কার্পেটিং জুট মিল, বেঙ্গল টেক্সটাইল ও নওয়াপাড়া কলেজ মাঠে অবস্থান করে। ৭ ও ৮ ডিসেম্বর পাক বাহিনী অভয়নগরে শক্ত অবস্থান করলে ৯ ডিসেম্বর মিত্রবাহিনীর মেজর জলিল ট্যাংক বহর নিয়ে ভবদহের টেকা হয়ে অভয়নগরে প্রবেশ করেন। এদিন ভোরে মিত্রবাহিনীর অপর একটি অংশ যশোর থেকে অভয়নগরে এসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতির্ন হয়। মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে পাক হানাদার বাহিনী খুলনা অভিমুখে পালিয়ে যায় এবং অভয়নগর উপজেলা হানাদার মুক্ত হয়।
দিবসটি উপলক্ষ্যে অভয়নগর মুক্ত দিবস উদ্যাপন সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আজ শনিবার নওয়াপাড়া ইন্সটিটিউট মাঠে সকাল ৯ টা ১৫ মিনিটে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, ৯টা ৪৫ মিনিটে বর্ণাঢ্য র্যালি, সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরল হক মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান ও নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদ এর সভাপতি যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্যা এবং সঞ্চালনা করবেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার স ম মোশারফ হোসেন।
এবিএন/সেলিম হোসেন/জসিম/তোহা