শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঢাবি ক্যাম্পাসে পিঁপড়ায় খাওয়া নবজাতকের লাশ উদ্ধার!

ঢাবি ক্যাম্পাসে পিঁপড়ায় খাওয়া নবজাতকের লাশ উদ্ধার!

ঢাকা, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ক্যাম্পাসে চাঞ্চল্য দেখা দিয়েছে। এটি কে বা কার অবৈধ গর্ভপাতের ফসল এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া হতভাগ্য ওই শিশুর জন্মদাতার মনুষত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনা এটাই প্রথম বলে অনেকে দাবি করেছেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের মান সম্মান ক্ষুন্ন হয়েছে বলেও অনেকের দাবি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা না থাকায় এমন একটি অমানবিক ও অবৈধ কাজ হয়েছে বলে দাবি। ওই নবজাতকের জনক বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী নাকি বাইরের কেউ তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বহিরাগত কেউ ওই নবজাতকটিকে ওই স্থানে ফেলে রেখে চলে গেছে। শিক্ষার্থীদের দাবি অবিলম্বে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হোক। বহিরাগতদের জন্য বিশ্ববিদ্যালয়ের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংলগ্ন রাস্তা থেকে বৃহস্পতিবার অবৈধ গর্ভপাতের শিকার শিশুর লাশ পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীরা। পরে পুলিশকে খবর দেয়া হলে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নবজাতক বাচ্চাটির নাভির নাড়িটিও কাটা হয়নি। লাশটি পিঁপড়ায় খাচ্ছিল। মর্মান্তিক ও অমানবিক ওই দৃশ্য দেখে এসময় অনেকেই আঁতকে ওঠেন।

প্রক্টরিয়ার টিমের সদস্যদের দাবি, ওই নবজাকের লাশটি হয়ত বুধবার রাতে ক্যাম্পাসের ময়লার মধ্যে ফেলে দিয়ে যায় তার কোনো আপনজন। শিশুর মুখের কাপড় সরিয়ে দেখা যায় তার শরীর পিঁপড়ায় খাচ্ছে। পরবর্তীতে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় পুলিশের মাধ্যমে বাচ্চাটিকে ঢামেক এ নেয়া হয়।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত