শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : বরিশালের বানারীপাড়ায় সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রায়েরহাট ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝালকাঠির গাভা রামচন্দ্রপুর গ্রামের জহিরুল ইসলাম মানিকের স্ত্রী ফাতেমা (৩৫) এবং পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কবির হোসেনের স্ত্রী নূপুর (৩০)। আহতরা হলেন, মাহেন্দ্র-আলফার চালক বরিশাল বিমানবন্দর থানার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের রুহুল আমিন গাইন ও নিহত ফাতেমার শিশু ছেলে আবু বকর হামিমকে (৫)।

সরেজমিনে জানা যায়, বরিশালগামী মাহেন্দ্র-আলফার চালক একটি কুকুরকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্র-আলফার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র-আলফার ওই দুই নারী যাত্রী নিহত হন। আশঙ্কাজনকাবস্থায় মাহেন্দ্র-আলফার চালক এবং ওই শিশু হামিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে হামিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন এ দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত