সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই নিহত

লক্ষ্মীপুর, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত দুই ভাই উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ীর খোরশেদ আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে নতুন ফ্রিজ ক্রয় করে নিজেরা ভ্যান গাড়ী চালিয়ে বাড়ি ফেরার পথে জকসিন বাজারে পৌছালে চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ বাস পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ওই দুই সহোদর ভাই নিহত হয়। নিহতের লাশ বিকেল পৌনে ৫টার পর্যন্ত ওখানেই পড়ে আছে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ এখনো উদ্ধার করা হয়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনকে মুঠোফোনে কল করলে রিসিভড না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত