বেনাপোল, ০৮ ডিসেম্বর, এবিনিউজ : বেনাপোলের ছোটআচঁড়া মোড় থেকে ২ কোটি টাকার ২৬টি (৪ কেজি ২শ’ ৮০ গ্রাম) স্বর্ণের বার সহ বিল্লাল ও (২৫) ইমরাম (২২) সামে দুই জন স্বর্ণ পাচারকারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার বেলা ৯টার সময় তাদের স্বর্ণসহ আটক করে।
আটককৃত বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রেজাউলের ছেলে ও একই গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান হোসেন।
৪৯ বিজিবি, লে.কর্নেল আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার হারাধন এর নেতৃত্বে অভিযান চালালে বাইসাইকেল ফেলে রেখে পাচারকারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা আটক করে।
পরে ক্যাম্পে এনে তাদের দেহ তল্লাশি করলে ২৬ পিছ স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ২শ’ ৮০ গ্রাম। আনুমানিক বাজার মুল্য ১ কোটি ৯০ লাখ ৮৪ হাজার।
সকাল ৯টার সময় স্বর্ণ ধরে বেনাপোল আইসিপি ক্যাম্পে এনে স্বর্ণ খুললে ও কোন সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি। বেলা পৌন ১১টার সময় যশোর থেকে ৪৯ বিজিবির লে.কর্নেল আরিফুল হক আসলে তখন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়।
আটককৃত বিল্লাল বলেন, তারা স্বর্ণ বহনকারি। পুটখালি হয়ে এ স্বর্ণ ভারতে যাবে। স্বর্নের মালিক কে প্রশ্ন করলে সে জানে না বলে জানায়।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি