শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
জমি সংক্রান্ত বিরোধের জের

রাজবাড়ীর আলাদিপুরে বসত বাড়িতে আগুন

রাজবাড়ীর আলাদিপুরে বসত বাড়িতে আগুন

রাজবাড়ী, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর ইউনিয়নের এক নাম্বার কলোনিতে বসত বাড়িতে আগুন দিয়ে আসমা বেগম (৪৫) ও তার মেয়ে বৈশাখী আক্তার (১৪)কে পুড়িয়ে মারার চেষ্টা। গত ৭ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে অসহায় আসমা বেগমের বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসত বাড়ি সহ আসমা বেগমের হাত, পিটসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত আসমা বেগম বলেন, তাদের বাড়ির পাশে মোফাজ্জেল এর সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এক সময় মোফাজ্জেল তার মেয়ে বৈশাখী আক্তার কে মারপিট করে। পরে গত কোরবানির ঈদের আগে মোফাজ্জেলসহ কয়েক জনকে আসামী করে একটি শিশু নির্যাতন মামলা করেন তিনি।

সেই মামলার তদন্তকারী পুলিশ অফিসার ৭ ডিসেম্বর সকালে মোফাজ্জেলকে ধরার জন্য আসলে সে পালিয়ে যায়। তার পরে রাত একটার দিকে তার ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আসমা বেগম ধারনা করছেন মোফাজ্জেল সহ অজ্ঞাত নামা কয়েক জন এ আগুন লাগিয়েছে।

এ ঘটনায় আসমা বেগম ৪ জন আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১০১৫ জনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল বলেন, এ ঘটনায় আসমা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত