![কাউখালীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/seminar_abnews_114346.jpg)
কাউখালী, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫জন নারীকে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।
তারা হলেন- সফল জননী হিসাবে সুরাইয়া কামরুল নাহার, শিক্ষা ও চাকুরী সাফল্য ক্ষেত্রে প্রিয়বদা ভট্টাচার্য, সমাজ উন্নয়ন ক্ষেত্রে মাকসুদা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোগে জীবন রক্ষায় নিলু বড়াল ও অর্থ নৈতিক সাফল্যে হোসনেয়ারা পারভীনকে জয়িতা সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিঠু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানুর বেগম, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক শাহিদা হক, আঃ লতিফ খসরু প্রমুখ।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি