![নাটোরের বেগম রোকেয়া দিসসে র্যালী, মানববন্ধন ও আলোচনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/rally_abnews_114349.jpg)
নাটোর, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের আন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিসসে র্যালী ও মানববন্ধন ও আলোচনা হয়েছে। আজ শনিবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ে ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি সামনে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির হল রুমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সবনম শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন আক্তার বানু, পৌর মেয়র উমা চোধুরী জলী,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা বানু রেখা, জেলা কমিশনার বাংলাদেশ গার্লস গাইড এ্যাসোসিয়েশন হামিদা বানু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রতœা আহমেদসহ বিভিন্ন সরকারী-বেসরকারি ও এনজিও কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ জয়িতারদের সম্মাননা সরুপ ফুলের মালা দিয়ে বরণ করে নেয় অতিথিরা।
এবিএন/রাজু আহমেদ/জসিম/এমসি