বেনাপোল, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ শনিবার সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকদের বাড়ি, নডাইল, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন থানা এলাকায়। তবে তাদের নাম জানা যায়নি।
২১ বিজিবির কমান্ডিং অফিসার তারিকুল হাকিম জানান, ভারত থেকে অবৈধ পথে বহু নারী শিশু বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর সীমান্তে অভিযান চালানো হয়।
এসময় চার শিশু তিন নারী ও তিন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
এবিএন/শংকর রায়/জসিম