
জয়পুরহাট, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ওয়াদুদ হোসেন নামে একজন নিহত হয়েছে। নিহত ওয়াদুদ একই গ্রামের আশরাফ আলীর ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আজ শনিবার দুপুরে তালশন গ্রামের মাঠে ওয়াদুদ জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরে।
এ সময় প্রতিপক্ষের লোকেরা কোদাল দিয়ে ওয়াদুদ এর মাথায় আঘাত করে। মারতœক আহত অবস্থায় ওয়াদুদকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকাৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি