![জলঢাকায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/rally_abnews_114367.jpg)
জলঢাকা (নীলফামারী), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : বিদেশে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেপ্তারের দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। আজ শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিস্বাস জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল গনি স্বপন, সহ-সভাপতি মামুন হোসেন, একরামুল হক, যুগ্ম-সম্পাদক মৃনাল চন্দ্র রায় প্রমুখ।
এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/এমসি