![আগৈলঝাড়ায় রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সম্মান্বনা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/sommanona_abnews_114376.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সামাজিত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলার বিভিন্ন এলাকার ৫ জয়িতাকে সংর্বধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে সম্মাণনা প্রদান সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান জসীম সরদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, গৈলা মডেল ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, এনজিও প্রতিনিধি কাজল দাশগুপ্ত, স্কুল ছাত্রী ফারজানা ইসলাম মনি ও ফাতেমা তুজ-জোহরা প্রমুখ।
নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর অবদানের জন্য মায়া রানী দাস, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য সিসিলিয়া পারুল মন্ডল, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য শামসুন নাহার, সফল জননী হিসেবে তীর্থ বালা সরকার ও সমাজ উন্নয়ণে আভা রানী মুখার্জীকে সংবর্ধনা শেষে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি