![আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/rally_abnews_114378.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকুমার ঘটক, উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ।
আরও উপস্থিত ছিলেন এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হারুন-অর-রশিদ, সেকায়েপ’র প্রোগ্রাম কর্মকর্তা জিএম জিয়াউর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, মোহনকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক অমিয় লাল চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি