
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার হোসেনপুর পাইলট মডেল স্কুল এন্ড কলেজ ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মো. জামাল উদ্দিন, অধ্যক্ষ মিছবাহ উদ্দিন হেলাল, প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার, মো. ফরহাদ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, দুপ্রক সহ-সভাপতি একেএম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।
মানববন্ধন থেকে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা “দুর্নীতি করবো না দুর্নীতি সইবো না, সবাই মিলে গরবো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি