শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বড়াইগ্রামে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

বড়াইগ্রামে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

বড়াইগ্রাম (নাটোর), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে আজ শনিবার বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা এবং জয়িতা নারীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে সাবেক প্রতিমন্ত্রী ও স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস পাঁচ জয়িতার হাতে সম্মাননা সনদ, ক্রেষ্ট ও তাজা ফুলের মালা তুলে দেন। এবার উপজেলায় সফল জননী হিসাবে গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সাহারা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়। তার নয় ছেলে-মেয়ের সবাই ¯œাতকোত্তর ডিগ্রী অর্জণ করে নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

সমাজ উন্নয়নে অবদানের জন্য সফল নারী হিসাবে মাঝগাঁও ইউনিয়নের আটুয়া গ্রামের সুফিয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করায় বিজয়ী নারী জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামের ঝর্ণা বেগম, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জণকারী নারী হিসাবে জোয়াড়ী ইউনিয়নের বাহিমালী গ্রামের রহিমা বেগম এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জণকারী নারী হিসাবে চান্দাই ইউনিয়নের দাশগ্রামের রোজিনা খাতুনকে সংবর্ধণা দেওয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাক, সফল জননী সাহারা বেগম, আব্দুল জলিল প্রামাণিক, এএইচএম কামাল, আবুল খায়ের খান প্রমূখ।

এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত