শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

চকরিয়ায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

চকরিয়া (কক্সবাজার), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : দুর্নীতি কি? কিভাবে দুর্নীতি সৃষ্টি হয় ? দুর্নীতির কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়, তা বিভিন্ন শ্রেনী-পেশার পাশাপাশি কেটে খাওয়া মানুষেরও জানতে ও সচেতন হতে হবে। নচেৎ দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। দুর্নীতি মুক্ত হলেই ধনী-গরীভের বৈষম্য কমে আসবে এবং উন্নয়নের শিখরে পৌঁছবে দেশ। গতকাল শনিবার সকালে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ এর আলোচনায় বক্তরা এসব কথা বলেন।

‘ আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় র‌্যালী, মানববন্ধন ও আলোচনা অনুষ্টান আয়োজন করে চকরিয়া উপজেলা প্রশাসন। কর্মসুচি পালনে সহযোগীতা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্তর থেকে এক র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন ও আলোচনা অনুষ্টান হয়। সকালে র‌্যালীর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দুর্নীতি প্রতিরোধ কমিটি চকরিয়া শাখার সভাপতি মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনায় দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, সনাক সভাপতি অধ্যাপক এ.কে এম সাহাবউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন-চকরিয়া সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, টিআইবি’র এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত