![ডোমারে দুই ছিনতাইকারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/nilpamari_abnews24 copy_114409.jpg)
নীলফামারী, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডোমারে অটোরিক্সার যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার রাতে ডোমার-বসুনিয়া সড়কের আরডিআরএস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আটকরা হলো,জয়পুরহাট জেলার দাখরা মালিগাডি গ্রামের নাছির উদ্দিনের ছেলে এনামুল হক(৪৭) ও ক্ষেতলাল থানা সংলগ্ন মোবারক আলীর ছেলে আব্দুর রউফ মেম্বার। এ সময় কালাই থানার সহিদুল ইসলাম নেংড়া পালিয়ে যায়।
এস,আই আরমান আলী জানান,উপজেলার সোনারায় ইউনিয়নের পুর্ব খাটুরিয়া গ্রামের মৃতঃ মনছুর আলীর ছেলে আব্দুল খালেক গরু বিক্রির টাকা নিয়ে অটো যোগে বসুনিয়া হাট থেকে ডোমার আসছিলেন। পথে ঐ ছিনতাইকারী তিনজন অটোতে উঠে ব্যবসায়ী খালেকের ব্যাগে থাকা টাকা কেটে চুড়ি করার সময় খালেক বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে দুইজনকে আটক করলেও একজন পালিয়ে যায়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় বাদী হয়ে খালেক তিনজনের নামে মামলা করেন। মামলা নম্বর-৪।ব্যবসায়ী খালেক জানান, তার ব্যাগে গরু বিক্রির ৭২ হাজার ৬শত টাকা ছিল।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা