শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুর, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কালামপুর খাজারটেক এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে লাল-কালো রঙয়ের ম্যাক্সি রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জানান, উপজেলার কালামপুর খাজারটেক এলাকায় শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে রেল পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌছে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত