![কালিয়াকৈরে “এপিআর স্কাউট এডুকেশন ফোরাম” উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/scout_abnews_114438.jpg)
গাজীপুর, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : বিশ্ব স্কাউট সংস্থা এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চলের সহায়তায় বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামীকাল রবিবার সকাল থেকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে তিনদিন ব্যাপি “এপিআর স্কাউট এডুকেশন ফোরাম” আনুষ্ঠিত হচ্ছে। এডুকেশন ফোরাম এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৮টি দেশ থেকে ৫৯ জন এবং বাংলাদেশ স্কাউটসের ২১ জনসহ মোট ৮০জন অংশগ্রহণকারী ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
আজ শনিবার সকালে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান আনুষ্ঠানিক ভাবে “এপিআর স্কাউট এডুকেশন ফোরাম” এর উদ্বোধন করেন।
এ সময় এশিয়া-প্যাসেফিক রিজিওনাল স্কাউট অঞ্চলের রিজিওনাল ডাইরেক্টর মিঃ রিজাল কোবা পাঙ্গিলিনান বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার, জাতীয় উপ কমিশনার, এশিয়া-প্যাসেফিক রিজিওনাল স্কাউট অঞ্চলের প্রতিনিধি, গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফেরাম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি