নোয়াখালী, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার সোনাইমুড়ি-কানকিরহাট সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, দুর্ঘটনার স্থানটি পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলা সংলগ্ন হওয়ায় সোনাইমুড়ি থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
এবিএন/জনি/জসিম/জেডি