শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাজবাড়ী, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : "আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতা বদ্ধ হই" এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৭ পালিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসুন না দেশটাকে দুর্নীতি মুক্ত করতে সকলে এক সাথে কাজ করি ও নিজে দুর্নীতি থেকে বিরত থাকি এবং অন্য কেও দুর্নীতি করা থেকে বিরত রাখার চেষ্টা করি।

তিনি আরও বলেন, আমি নিজে দুর্নীতি করব না কাউকে করতেও দিব না। সকল শ্রেণি পেশার মানুষকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ঘুষ কেন দিবেন, কেউ যদি ঘুষ চায় তাহলে সরা সরি আমাকে এসে বলবেন আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা প্রশাসক আরও বলেন, আমি যত দিন রাজবাড়ীতে থাকবো এই জেলায় দুর্নীতি করে কারো পার পাওয়ার সুযোগ নেই। শুধু সুনির্দিষ্টভাবে একটি অভিযোগ করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, সিভিল সার্জন মোঃ বক্স, সদর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, রাস এনজিওর নির্বাহী পরিচালক লুতফর রহমান লাবু, রাজবাড়ী সাংবাদিক ফোরাম এর সভাপতি খন্দকার রবিউল ইসলাম প্রমুখ।

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত