![ডিমলায় আন্তর্জাতিক দুনীতি ও বেগম রোকেয়া দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/rally_abnews_114459.jpg)
ডিমলা (নীলফামারী), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : "রুখো দুর্নীতি বাঁচাও দেশ " এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ডিমলা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ শনিবার দিবসটি পালন উপলক্ষ্যে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বিপনী কেন্দ্র এর সামনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুল হাচান এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
অপরদিকে একই মঞ্চে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তলন করে।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা বাবু তপন কুমার রায় ও ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মকলেছুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র/ছাত্রী, স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আদাবাড়ী স্কুল এন্ড কলেজের প্রভাষক স্বপন (বি এস সি), রেহেনা পারভীন, শিক্ষিকা প্রমুখ। দিবসটি পালনে আয়োজন করেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি, ডিমলা।
এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/এমসি