শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিয়াকৈরে কারখানায় শ্রমিক অসন্তোষ পুলিশের লাঠিচার্জ, আহত ১০

কালিয়াকৈরে কারখানায় শ্রমিক অসন্তোষ পুলিশের লাঠিচার্জ, আহত ১০

কালিয়াকৈরে কারখানায় শ্রমিক অসন্তোষ পুলিশের লাঠিচার্জ, আহত ১০

গাজীপুর, ০৯ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানায় বেতন বৃদ্ধিতে বৈষম্য এবং শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দেয়। আজ শনিবার সকালে শ্রমিকদের উপর পুলিশ লাঠিচার্জ করলে কমপক্ষে ১০ শ্রমিক ও কর্মকর্তা আহত হয়। আহত দুই কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানা শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় প্রতিবছর শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয় মূল বেতনের ৩ অথবা ৫ শতাংশ।

এ বছর প্রত্যেক শ্রমিকের বেতন জনপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। প্রতিবাদ করায় ৪ ডিসেম্বর ১৩ জন শ্রমিককে অজ্ঞাত কারণে ছাঁটাই করা হয়। এ নিয়ে শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান ও কর্মবীরতি করে। এ ঘটনা নিয়ে শ্রমিক কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি লাঠিচার্জ করলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পড়ে। এক পর্যায়ে শ্রমিকরা কর্মকর্তাদের উপর হামলা চালায়। এতে কারখানারা দুই কর্মকর্তাসহ কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়। পরে কর্তৃপক্ষ কারখানা একদিনের ছুটি ঘোমষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

শিল্প পুলিশ গাজীপুর -১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদুল্লাহ (শহীদ) জানান, সকালে শ্রমিকরা কর্ম বিরতি পালন করে। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোব্ধ হয়ে কর্মকর্তাদের উপর হামলা করলে প্রথমে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু এতে শ্রমিরা শান্ত না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করা হয়। পরে কর্তৃপক্ষ কারখানা একদিনের ছুটি ঘোষণা করেছে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত