![অভয়নগর মুক্ত দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/mukto_abnews_114481.jpg)
অভয়নগর (যশোর), ০৯ ডিসেম্বর, এবিনিউজ : আজ শনিবার যশোরের অভয়নগর উপজেলা মুক্ত দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে অভয়নগর মুক্ত দিবস উদ্যাপন সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
আজ শনিবার নওয়াপাড়া ইন্সটিটিউট মাঠে সকাল ৮টা ৪৫ মিনিটে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।এরপর ৯টা ৫০ মিনিটে বর্ণাঢ্য র্যালি, সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্যা। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুল হক মোল্যা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক বাবুল,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদের সাধারন সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ইব্রাহিম বিশ্বাস,আ: আজিজ সরদার, অধ্যক্ষ খাইরুল বাশার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমিটির সভাপতি নাইম নাজমুল। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্থানি হানাদার বাহিনী যশোর থেকে ৩ ভাগে বিভক্ত হয়ে সাতক্ষীরার চুকনগর, ঢাকা ও অরপর একটি অংশ অভয়নগরের জেজেআই, কার্পেটিং জুট মিল, বেঙ্গল টেক্সটাইল ও নওয়াপাড়া কলেজ মাঠে অবস্থান করে।
৭ ও ৮ ডিসেম্বর পাক বাহিনী অভয়নগরে শক্ত অবস্থান করলে ৯ ডিসেম্বর মিত্রবাহিনীর মেজর জলিল ট্যাংক বহর নিয়ে ভবদহের টেকা হয়ে অভয়নগরে প্রবেশ করেন। এদিন ভোরে মিত্রবাহিনীর অপর একটি অংশ যশোর থেকে অভয়নগরে এসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতির্ন হয়।
মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে পাক হানাদার বাহিনী খুলনা অভিমুখে পালিয়ে যায় এবং এই দিনটিতে অভয়নগর উপজেলা হানাদার মুক্ত হয়।
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি